মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা খুন

মার্কিন যুক্ত রাষ্ট্রের কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার খুনের ঘটনায় ট্যুইট বার্তায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’টি ট্যুইট বার্তায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একই সাথে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের এবং রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মাদার টেরিজার মূর্তির সামনে ওই খুনের ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালান কয়েকশো সাধারণ মানুষ। তাতে অংশ নেন কলকাতার একটি বিখ্যাত ইংরাজি মাধ্যম স্কুলের পড়ুয়ারাও। প্রসংগত বলা যেতে পারে-প্রথম ট্যুইট বার্তায় মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন,আমি মর্মাহত এবং শোকাহত হয়েছি এই ঘটনায়। ভারতীয় এই ইঞ্জিনিয়ার দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ঘৃণার এহেন রাজনীতিকে আমরা সমর্থন করি না। দ্বিতীয় বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, গোটা বিশ্ব একটা বিরাট পরিবার। নানা দেশের মানুষ বিভিন্ন দেশে বসবাস করেন। আমাদের সবারই সেটা বোঝা উচিত।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট