উচ্চ আদালতের বিচারক নিয়োগে প্রেসিডেন্টের উপর দায়িত্ব ন্যস্ত

সাংবিধানিক ক্ষমতাবলে প্রেসিডেন্ট কর্তৃক উচ্চ আদালতের বিচারক নিয়োগ এবং নিম্ন আদালতের বিচারকদের বদলি,পদোন্নতি, শৃংখলাবিধান সংক্রান্ত সংবিধানের ৯৫ এবং ১১৬ অনুচ্ছেদকে কেন অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বিবেচনা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই রুলের জবাব দেয়ার জন্য সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হাইকোর্ট আদেশ দিয়েছে। সুপ্রীম কোর্টের একজন আইনজীবীর করা এক রীট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দেয়। রীট আবেদনকারী বলেন, ১৯৭২ সালে সংবিধানের মূল অনুচ্ছেদে নিম্ন আদালতের সব দায়িত্ব সুপ্রীম কোর্টের কাছে ন্যস্ত ছিল। দুই দফায় সংবিধান সংশোধন করে ওই সব ধারায় সংশোধনী আনা হয় এবং প্রেসিডেন্টের উপর তা ন্যস্ত করা হয়।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট