প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌর বিদ্যুৎচালিত খাদ্য গুদামের উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দেশের প্রথম সৌর বিদ্যুৎচালিত বহুতল বিশিষ্ট অত্যাধুনিক একটি খাদ্য গুদামের উদ্বোধন করেছেন। বগুড়ার শান্তাহারে এই খাদ্য গুদামে ২৫ হাজার মেট্রিক টন খাদ্য শস্যের ধারণ ক্ষমতা রয়েছে। জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় এটি নির্মিত হয়। বগুড়া সফরকালে প্রধানমন্ত্রী আরও কিছু প্রকল্পের উদ্বোধন করেন। পরে বগুড়া শহরে এক জনসভায় প্রধানমন্ত্রী তার সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা এবং এতে সুফলপ্রাপ্তির কথা উল্লেখ করেন। তিনি জনসভায় উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় গেলে চলমান উন্নয়নের গতিধারা ব্যাহত হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট