জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় হরতাল

দুই দফায় জ্বালানি গ্যাসের মূল্য গড়ে ২৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতালে পুলিশ হরতাল পালনকারীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়েছে এবং জলকামান ব্যবহার করেছে। পুলিশ ১১ জনকে আটকের কথা জানিয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ এলাকায় হরতাল পালনকারীরা মিছিল করার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ তাদের উদ্দেশ্যে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং জলকামান ব্যবহার করে। হরতাল পালনকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতাল পালনকারীদের সমাবেশে একদল ব্যক্তি হামলা চালায়। হরতালে যানবাহন মোটামুটি স্বাভাবিক ছিল।গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ২ মার্চ ঢাকাসহ দেশব্যাপী দুই ঘন্টার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।এদিকে, এক রীট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মঙ্গলবার গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (হরতাল)