ভারতের ভিসা সমস্যা মিটল না

ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর ও বাণিজ্য সচিব রীতা টেওটিয়া ৪ দিনের জন্য আমেরিকায় ঘুরে এলেন মার্কিনি ভিসা নীতির আসন্ন বদলে ভারতের উদ্বেগ নিয়ে কথা বলতে। ভারতের মতে, এইচ১বি ভিসাকে অভিবাসন ভিসার সঙ্গে মিশিয়ে ফেলাটা ঠিক নয়। এ তো বাণিজ্য বিষয়ক ভিসা, অভিবাসন নয়। কিন্তু মার্কিনিরা তা মানতে রাজি নন। ওঁরা বলেছেন, অভিবাসন ভিসা নীতির সামগ্রিক সংস্কারের সময়ই এই ভিসা নিয়েও ভাবা হবে। ও দিকে, বাড়তি ফি দিয়ে এইচ১বি ভিসা দ্রুত পাওয়ার যে নিয়ম ছিল, সেটি আপাতত বন্ধ রাখছে মার্কিন প্রশাসন। অর্থাত, ভারতের উদ্বেগের কারণ আরও বেড়ে গেল।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট