বাংলাদেশ সরকার জঙ্গী সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে

বাংলাদেশ সরকার জঙ্গী সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার আল ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণায় বলা হয়, এটি একটি জঙ্গী সংগঠন এবং বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত-যা জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে। আনসার আল ইসলাম আল-কায়েদা ভারতীয় শাখার সাথে সম্পৃক্ত ও সংযোগরক্ষাকারী বলে তারা দাবি করে। এই সংগঠনটি ব্লগার ও ‘এলজিবিটি’ অধিকার বিষয়ক সক্রিয়বাদী জুলহাস মান্নানসহ বেশ কয়েকটি গুপ্ত হত্যার সাথে জড়িত বলে পুলিশ জানায়। ২০১৫ সালের আনসারুল্লাহ বাংলা টিম নামের জঙ্গী সংগঠনকে নিষিদ্ধ করার পরে, এর সদস্যরাই আনসার আল ইসলাম নামে কার্যক্রম শুরু করে বলে পুলিশ মনে করছে। আনসার আল ইসলাম হচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া সপ্তম কোনো জঙ্গী ও উগ্রবাদী সংগঠন। এর আগে জেএমবি, হুজি-বিসহ ৬টি সংগঠনকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট