পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় শান্তিনিকেতন  দোল উৎসব:আকাশে বাতাসে উড়ছে আবির

আজ বসন্ত, আজ দোল। আকাশে বাতাসে উড়ছে আবির…আর নষ্ট্যালজিক বাঙালী বসন্তের আবহে হাতে কিম্বা মাথায় পলাশের মালা লাগিয়ে সকলেই যেন হাজির হয়েছেন রাজ্যের বীরভূম জেলায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন দোল উৎসবে নিজেদের রাঙিয়ে নিতে।। একই চিত্র ছিল রাজ্যের আরেক জেলা নবদ্বীপের মায়াপুরে , সেখানেও অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন দোল উৎসবে অংশ নিতে । পাশাপাশি গোটা রাজ্যেরই শহর নগর গ্রামেও সেই একই চিত্র ছিল কোথাও বসন্তের গানে প্রভাত ফেরীর মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়েছে, কোথাও বা একেবারে মঞ্চ বেধেঁই একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়েই বসন্ত উৎসব পালিত হল। আর সেই আনন্দে আবাল বৃদ্ধ বনিতা সারাদিনই নিজেদের আবীরের রঙে রাঙিয়ে নিলেন, সংগেতো ছিলই পেট পুরে খাওয়া আর উপরি পাওনা রবিবারের ছুটি-একেবারে নো টেনশন আমেজেই আজ গোটারাজ্যেই ঠিক এরকম ভাবেই সারম্বরে পালিত হল বসন্ত উৎসব। আর সেই সঙ্গে কোথাও যেন কোনো অশান্তির বাতাবরন তৈরী না হয় সে জন্য গোটাদিনই ছিল রাজ্য পুলিশ প্রশাসন সদাসর্তক।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট