ভারতবর্ষে নতুন রাজনীতির ইঙ্গিত

ভারতবর্ষের রাজনীতির চরিত্রবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে? স্বাধীনতার পরে ১৯৬৭ সাল পর্যন্ত কেন্দ্রে ও সব রাজ্যেই ক্ষমতায় ছিল কংগ্রেস। তাদের একাধিপত্যে এরপর ফাটল ধরতে শুরু করে ও নব্বইয়ের দশক থেকে রাজ্যে-রাজ্যে ও কেন্দ্রে একদলীয় সরকারের বদলে আসীন হতে শুরু করে বহুদলীয় জোট সরকার। কিন্তু, ঐ ধরণের সরকার প্রায়শই স্থায়ী হয় নি। মধ্যবর্তী নির্বাচন করতে হয়েছে। এ বারের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, দেশের মানুষ হয়তো ফের একদলীয় সরকারের দিকে ঝুঁকছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট