ভারতের জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় ফের গুলি বর্ষণ শুরু করেছে পাকিস্তান

ভারতীয় সরকারী সংবাদ সংস্থা সূত্রের খবর জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় ফের গুলি বর্ষণ শুরু করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার এপার লক্ষ্য করে মর্টার ছুড়েছে তারা। চারটি গ্রামের উদ্দেশে গুলি বর্ষণ চলেছে ক্রমশ।এ নিয়ে গত চব্বিশ ঘণ্টায় দ্বিতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গতকালই পুঞ্চের কৃষ্ণঘাটি সেক্টরের দিকে গুলি চালানো শুরু করে তারা। আজ ভারতীয় সময় সকাল থেকে পুঞ্চের চারটি গ্রাম লক্ষ্য করে পাক সেনা গুলি ছুঁড়ছে। তবে এখনও সর্বশেষ খবর অনুযায়ী কারও হতাহত হওয়ার খবর নেই। ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, কোনওরকম প্ররোচনা ছাড়াই গতকাল ভারতীয় সময় রাত বারোটা থেকে কৃষ্ণঘাটি সেক্টর লক্ষ্য করে পাকিস্তান গুলি চালায়। বিরাশী মিলিমিটার মর্টার ও স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করছে তারা।ভারতীয় সেনাও সমুচিত জবাবও দেয়। প্রসংগত বলা যেতে পারে এর আগে এমাসেরই গত নয় তারিখ পুঞ্চে পাক সেনার আচমকা গুলিবর্ষণে সেনা জওয়ান দীপক জগন্নাথ ঘাটগের মৃত্যুও ঘটে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট