ভারতে সম্রাট শাহজাহান নির্মিত তাজমহলের জন্য কাদা চিকিৎসা

সম্রাট শাহজাহান নির্মিত তাজমহলের শ্বেতশুভ্র ঔজ্জ্জ্বল্য অনেকটাই মলিন হয়ে উঠেছে বছরের পর বছর বায়ুদূষণের কারণে। প্রত্নতত্ব বিভাগের নিদান, অগস্ট থেকে ২০১৮-র জুন মাস পর্যন্ত স্মৃতিসৌধটির সারা গায়ে বিশেষ ধরণের কাদা লেপে রাখা হোক। তাতেই তাজমহল ফিরে পাবে সাবেক চোখ-ধাঁধানো রূপ। সারা গায়ে ভারা বাঁধাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু দুনিয়াব্যাপী পর্যটকেরা এ খবরে যেমন হতাশ, অত্যন্ত ক্ষুব্ধ ট্যুরিজম গিল্ড অফ আগ্রা। কেন দীর্ঘ ১০ মাস বন্ধ থাকবে তাজ-দর্শন? তাঁরা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের হস্তক্ষেপ চান। পর্যটক কমে গেলে তাঁদের ব্যবসাও মার খাবে। কিন্তু প্রত্নতত্ব বিভাগের ওপর কি এ বিষয়ে কথা বলতে রাজী হবে পর্যটন মন্ত্রক?

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট