মিয়ানমার সরকার গঠিত তদন্ত কমিশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশে কক্সবাজারে পৌছেছেন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ব্যাপারে সে দেশটির সরকার গঠিত তদন্ত কমিশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশে কক্সবাজারে পৌছেছেন। তদন্ত কমিশনের প্রধান জ্য মিনত পে'র নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকা থেকে কক্সবাজারে পৌছেই স্থানীয় জেলা প্রশাসনের সাথে বৈঠক এবং পরে একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, চীন এবং রাশিয়া ভেটো দেয়ার কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি এবং নির্যাতনের ব্যাপার উদ্বেগ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে বিবৃতি দিতে চেয়েছিল, তা দেয়া সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদের খসড়া বিবৃতিতে অনেক স্থানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ এবং এসব এলাকায় মানবিক সহায়তা পৌছানোর বিষয়টি নিশ্চিত করার কথা বিশেষভাবে বলা হয়েছিল।
চীন এবং রাশিয়ার ভেটো প্রদানকে মিয়ানমারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় একটি বাধা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট