জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম নগরীর আকবর শাহ ও কাট্টলি এলাকায় দুটি বাড়িতে সোমবার অভিযান চালিয়েছে আইন শৃংখলা রক্ষা বাহিনী। তবে দুই ঘন্টার চিরুনী তল্লাশী শেষে কিছু পাওয়া যায়নি বলে আইন শৃংখলা বাহিনী জানিয়েছে। বিকেল চারটার দিকে পুলিশসহ আইন শৃংখলা বাহিনী সদস্যরা দুটি বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে । পুলিশ কর্মকর্তারা বলছেন, সীতাকুণ্ডে আটক দুই জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে, এসব বাড়িতে অভিযান চালানো হয়। বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি বাড়িতে পুলিশী অভিযানে পাঁচজন নিহত ও বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়। এদিকে, পুলিশ দাবী করেছে, কক্সবাজার শহর থেকে দু'জন রোহিঙ্গাসহ কথিত ৬ জঙ্গিকে তারা আটক করেছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট