স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা সন্ত্রাসী হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততার কোন প্রমাণ পাননি

স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা ওয়েস্ট মিনিস্টার সন্ত্রাসী হামলার সঙ্গে ইসলামিক স্টেটের সরাসরি কোন সম্পৃক্ততা খোঁজে পাননি। তারা মনে করেন, ঘটনার আগে খালিদ মাসুদ আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন এমন কোন প্রমাণ পাওয়া যায় না। বৃটিশ কাউন্টার টেররিজমের কর্মকর্তা নীল বাসু নিশ্চিত করেই জানিয়েছেন, খালিদ মাসুদ একাই এই হামলার সঙ্গে যুক্ত। ৮২ সেকেন্ডের এই হামলায় চারজন নিহত হন।

এখানে উল্লেখ করা যায় যে, ঘটনার পরপরই আইএস এই জঙ্গি হামলার দায়িত্ব স্বীকার করে।আইএস জড়িত নয় এই যুক্তি হাজির করে কর্মকর্তারা বলছেন, সাধারণত তারা ভিডিও চিত্র উপস্থাপন করে থাকে। এক্ষেত্রে তারা তা করেনি। যদিও বৃটিশ গোয়েন্দারা এখনও নির্দিষ্ট করে বলছেন না খালিদ মাসুদ কেন এই ঘটনা সংঘঠিত করলেন।

ওদিকে ওয়েস্ট মিনিস্টার হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক ১১ জনের মধ্যে ৯ জনকেই ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আর কোন ব্যবস্থা নেয়া হবে না, তদন্তকারীরা এটিও জানিয়েছেন। তবে আটককৃত দুই মহিলাকে মার্চ পর্যন্ত জামিন দেয়া হয়েছে। নীল বাসু সাংবাদিকদের জানান, আর কোন হামলার পরিকল্পনা করা হয়েছে এর কোন গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি।

Your browser doesn’t support HTML5

লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী