বিমানভ্রমণ নিরাপদ ও ঘটনাবিহীন করতে ভারত সরকার তৈরি করছে নো-ফ্লাই তালিকা

গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া-র এক অফিসারকে বিমানের মধ্যেই পা থেকে চটি খুলে ২৫ ঘা মেরেছিলেন শিবসেনা দলের এক সাংসদ। এ ধরণের অবাঞ্ছিত যাত্রীরা ছাড়াও সন্দেহভাজন সন্ত্রাসবাদী, পলাতক অপরাধী ও বিপজ্জনক ব্যক্তিদের বিমানে ওঠা একেবারে বন্ধ করবার জন্য আঁটঘাট বেঁধে এদের একটি নো-ফ্লাই তালিকা তৈরি করছে ভারত সরকার। এদের দেশের কোনও বিমানেই উঠতে দেওয়া হবে না। এ ধরণের তালিকা রয়েছে আমেরিকা, কানাডা, চিন, মিশর ইত্যাদি দেশেরও। এর ফলে ভারতে বিমানভ্রমণ নিরাপদ ও ঘটনাবিহীন হবে বলে আশা করা যায়।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট