লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে মুসলিম নারীদের সংহতি সমাবেশ

লন্ডনে ওয়েস্টমিনস্টার হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে সংহতি সমাবেশ করেছেন মুসলিম নারীরা। আশার প্রতীক নীল রঙের পোশাক পরে হাতে হাত ধরে তারা ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর এ সমাবেশে অংশ নেন।গত বুধবার ওয়েস্টমিনস্টারে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ৪ জনের মৃত্যু হয়। খালিদ মাসুদ নামের এক ব্যক্তি গাড়ি চাপা দিয়ে হতাহতের ঘটনা ঘটায় এবং বৃটিশ পার্লামেন্টের সামনে ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। পরে পুলিশের গুলিতে ওই সন্ত্রাসীর মৃত্যু হয়।

ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর মুসলিম নারীদের সংহতি সমাবেশের আয়োজন করে ‘ওমেন্স মার্চ অন লন্ডন’ নামের একটি সংগঠন।

কর্মসূচিতে অংশ নেয়া সারাহ ওয়াসিম বলেন, যখন লন্ডনে এই হামলা হলো তখন মনে হয়েছে এ হামলা আমার ওপর হয়েছে। এ হামলা আমাদের সবার ওপর হয়েছে। এমন হামলা আমাদের কাছে ঘৃণ্য।

ওদিকে লন্ডনের মেয়র সাদিক খান ফুটবল মাঠে ওয়েস্টমিনস্টার হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী