বাংলাদেশের ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় স্থান পেয়েছেন

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ফরচুন ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ড ৫০ গ্রেটেস্ট লিডার্স’ শীর্ষক সাম্প্রতিক তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন স্যার ফজলে হাসান আবেদ । ম্যাগাজিনটির ওয়েবসাইটে তাকে নিয়ে বলা হয়েছে ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক যা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট