পশ্চিমবঙ্গে ‘সন্ত্রাসের পদচিহ্ন’ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে- আরএসএস প্রধান

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা নিয়ে পশ্চিমবঙ্গের প্রশাসনের সমালোচনা রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ বা আরএসএস। উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরের আরএসএস প্রধান সুচাইত সিংহ দাবি করেন, পশ্চিমবঙ্গে ‘সন্ত্রাসের পদচিহ্ন’ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং নিজের রাজ্যে ‘সন্ত্রাসমূলক হিংসাকে মদত’ দিচ্ছেন ও ‘সাম্প্রদায়িক রাজনীতি’ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেছেন পশ্চিমবঙ্গে ‘জেহাদি’ তত্ত্বের ক্রমবর্ধমান উপস্থিতিতে তারা শঙ্কিত।

পাশাপাশি, ভোটব্যাঙ্ক রাজনীতির যে নীতি নিয়েছে সেখানকার প্রশাসন, তাতে ওই রাজ্য হিন্দু জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রসংগত বলা যেতে পারে সম্প্রতি দক্ষিণ ভারতের কোয়েম্বতুরের অখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস) সম্মেলনে আরএসএস পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সেখানে রাজ্যে হিংসা বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এই ‘জেহাদি হিংসা ও সাম্প্রদায়িক রাজনীতি’-র বিরুদ্ধে সচেতনা গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানান সুচাইত সিংহ।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গে ‘সন্ত্রাসের পদচিহ্ন’ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে- আরএসএস প্রধান