চোরাচালানে ব্যবহৃত জাহাজ সনাক্ত করবে সফটওয়্যার

বিশ্বব্যাপী সমুদ্র পথে জাহাজে মাদক, অস্ত্র ও মানব পাচার একটি মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে যা দিনে দিনে বাড়ছে। এই মানবিক সংকট থেকে উত্তরনে এগিয়ে এসেছে ইসরাইলের একটি কোম্পানী। এই কোম্পানীর তৈরী সফটওয়্যার চোরাচালানে ব্যবহৃত জাহাজকে চিহ্নিত করতে পারবে।

ভয়েস অফ আমেরিকার Henry Ridgwell এর প্রতিবেদনটির বাংলা রুপান্তর শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

এই প্রতিবেদনটির বাংলা রুপান্তর শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম