২০১৩ সালে নিহত ব্লগার রাজিব হায়দার হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদন্ড এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের নিম্ন আদালতের দেয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট। মৃত্যুদন্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদন্ডপ্রাপ্ত সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সাজাপ্রাপ্ত একজন বাদে বাকি সবাই ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আনসারুল্লাহ বাংলা টিমে প্রধান মুফতী জসিমউদ্দিন রাহমানীকে ৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে; আইন বিরোধী বয়ান দেয়ার মাধ্যমে জঙ্গীবাদে উদ্বুদ্ধ করার কারণে। রোববার দেয়া রায়ে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছে, একজন ইমামের দায়িত্ব হচ্ছে মুসল্লিদের নামাজ পড়ানো এবং ইসলামের আলোকে বক্তব্য প্রদান। কিন্তু ইমাম সাহেবরা এমন কোনো বয়ান দেবেন না-যা প্রচলিত আইন বহির্ভূত। পর্যবেক্ষণে বলা হয়, কেউ যদি ইসলাম, নবী বা ধর্ম নিয়ে বিরূপ কোনো বক্তব্য দেয় বা কর্মকান্ডে জড়িত হয়- প্রচলিত আইনেই তার বিচার সম্ভব। আইন হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট