কলকাতা-খুলনা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস পরিসেবা চালু

কলকাতা-ঢাকা ও কলকাতা-ঢাকা-আগরতলার পর এবার কলকাতা-খুলনা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস পরিসেবা চালুর উদ্যোগ নেয় হয়েছে বলে নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় এই নতুন বাস পরিসেবার সবুজ সংকেত মিলতে পারে। এই বাস কলকাতা থেকে ছেড়ে বেনাপোল, যশোর হয়ে খুলনা যাবে এবং সেখান থেকে মাওয়া হয়ে ঢাকা পৌঁছাবে। ১৯৯৮ সালে প্রথম কলকাতা-ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছিল। এখনো এই বাস রোববার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন চলছে ঢাকা ও কলকাতার মধ্যে। এরপর ২০১৫ সালে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যেও চালু করা হয় যাত্রীবাহী বাস চলাচল। সেই বাসও রোববার ছাড়া প্রতিদিন চলছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট