ভারতের উত্তর প্রদেশে অযোধ্যার রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের পক্ষে যথেষ্ট নথিপত্র রয়েছে

ভারতের উত্তর প্রদেশে ঐতিহাসিক অযোধ্যার রাম জন্মভূমিতে মন্দির বানানোর জন্য যথেষ্ট তথ্য রয়েছে। ভারত সরকারের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ কথা বলেছেন।তাঁর কথায়, আইনমন্ত্রী হিসেবে নয়, একজন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি বলছেন, রাম মন্দির নির্মাণের পক্ষে যথেষ্ট নথিপত্র রয়েছে।কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই সাথে উত্তরপ্রদেশেও। তাহলে কবে হবে রাম মন্দির?এমনই প্রশ্নের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, অযোধ্যায় রামচন্দ্রর মন্দির বানানো বিজেপির অ্যাজেন্ডায় রয়েছে। তবে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করবে তারা।অন্যদিকে উত্তর প্রদেশের বহুজন সমাজ বাদী পার্টি(বিএসপি) নেত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব যেভাবে বিজেপি-বিরোধী মহাজোটের কথা বলছেন, তা তাঁদের মরিয়া হয়ে ওঠার প্রমাণ বলে মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, এই দলগুলি বিজেপিকে ভয় পাচ্ছে, তাই তারা জোটের কথা বলছে। কিন্তু মানুষ ক্ষমতাসীন দলের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের রায় দিয়েছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট