ভারত থেকে বাংলাদেশে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি

আগামী দুই বছরের মধ্যে ভারত থেকে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সিলেটে জ্বালানি বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন ইতিমধ্যে ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হয়েছে। দেশের সব মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন ২০১৮ সালে একশ ভাগ বিদ্যুতায়ন করতে পারবে বলে সরকার আশাবাদী। সৌর বিদ্যুতের চাহিদা দিন দিন কমার কারন ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন এখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে যে কারনে সৌরবিদ্যুতের চাহিদা কমছে।তবে তিনি বলেন যেসব এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন নেয়া যাবে না সেসব এলাকায় সৌর বিদ্যুৎব্যবহারকে উৎসাহিত করা হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট