বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বন্দুকযুদ্ধ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের মিয়ানমারের পাচারকারী দলের সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বন্দুকযুদ্ধে একজন মিয়ানমারের ইয়াবা পাচারকারী গুরুতর আহত এবং ৩জনকে আটক করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর মোহনায় সোমবার কাকডাকা ভোরে এই ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে। বিজিবি’র টেকনাফ কমান্ডার কমান্ডার লে. কর্নেল আবুজার আলজাহিদ সোমবার বিকেলে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, আহত এবং আটককৃতরা কেউই বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গা নন; তারা মিয়ানমারের নাগরিক। বিজিবি তৎক্ষণিকভাবে পাচারকারীদের নৌকা থেকে দেড় লাখ এবং পরে টেকনাফ থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।গেল সপ্তাহেও মিয়ানমারের ইয়াবা পাচারকারীদের সাথে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বন্দুকযুদ্ধে মিয়ানমারের একজন নারী ইয়াবা পাচারকারী নিহত এবং ৪ জন আহত হয়েছিলেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট