ভারতের সন্ত্রাস হামলা না রুখতে পারার জন্য দায়ী জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ

পাঠানকোট উরি সহ দেশের একাধিক জায়গায় সন্ত্রাস হামলা না রুখতে পারার জন্য দেশের গোয়েন্দা ব্যবস্থাকেই দায়ী করল দেশের সংসদীয় প্যাণেল। দুহাজার ষোলো সালের দোসরা জানুয়ারি পঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল। তার পর থেকে এক বছর কেটে গেলেও তদন্তের কাজ শেষ করতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা বা ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এন আই এ। দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদমবরমের নেতৃত্বাধীন সংসদের স্থায়ী স্বরাষ্ট্র বিষয়ক কমিটি জানিয়েছে, এই হামলা প্রমাণ করেছে যে, তথ্য জোগাড়ে গোয়েন্দারা ‘ব্যর্থ’। যে কারণে, পঠানকোট, উরি, পাম্পোরে, বারামুল্লা ও নাগরোটার মতো সন্ত্রাস হামলার ঘটনা ক্রমেই ঘটেছে।উল্লেখ করা যেতে পারে গত বছর পাঠানকোটে সন্ত্রাসী হামলায় সাত জওয়ানের মৃত্যু হয়েছিল। গত বছর আঠারোই সেপ্টেম্বর উরির ব্রিগড হেডকোয়ার্টার্সের হামলায় ঊনিশ জন জওয়ান মারা যান। গত বছর পঁচিশে জুন পাম্পোরে হামলায় আধাসামরিক বাহিনীর আট জওয়ান মারা যান। অন্যদিকে, নাগরোটার সেনা বেসে হামলায় মারা গিয়েছিলেন সাত জওয়ান।কমিটির সুপারিশে বলা হয়েছে যত দ্রুত সম্ভব এইসব তদন্তের কাজ শেষ করতে এনআইএ-কে নির্দেশ দিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এতে, সীমান্ত অঞ্চলে গোয়েন্দা-ব্যবস্থায় কোথায় গলদ রয়ে গিয়েছে, তা স্পষ্ট হবে। সীমান্তের ওপার দিয়ে এদেশে অনুপ্রবেশের ঘটনায় মারাত্মক বৃদ্ধি হয়েছে বলেও জানিয়েছে কমিটি।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট