শুক্রবার কয়েক ঘণ্টা ধরে দুই দলের মধ্যে বোমাবাজী আর আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরিণামে বীরভূম জেলার লাভপুরের দরবারপুর গ্রামে নিহত হলেন ৮ জন গ্রামের মানুষ। জানা যাচ্ছে, স্থানীয় ময়ূরাক্ষী নদীর চর থেকে বালি তোলার অধিকার নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে এই সংঘর্ষের পরিণামেই ভয়ঙ্কর এই মৃত্যু লীলা। দু তরফের সংঘর্ষ ছাড়াও একটি বাড়িতে প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে খবর। বোমাবাজীর জেরে স্থানীয় একটি স্কুলের শিক্ষক ও ছাত্রেরা ভয়ে সদর দরজা বন্ধ করে বসে থাকেন। এর মধ্যে দুষ্কৃতিদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, সে বিষয়ে রাজনৈতিক দলগুলির পরস্পরবিরোধী বক্তব্য শোনা গিয়েছে। সিপিএম ও বিজেপির দাবি, সকলেই তৃণমূল কংগ্রেসের সদস্য। তৃণমূলের উল্টো দাবি, দুষ্কৃতিরা সিপিএম সমর্থক। পুলিশ গিয়ে গ্রামবাসীদের মনে আস্থা ফেরানোর চেষ্টা করছে। রাতে যাতে ফের সংঘর্ষ শুরু না হয়, সেজন্য বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। আহতেরা ভর্তি বোলপুর হাসপাতালে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট