বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতন ও হত্যাসহ একাধিকমামলায় জড়িত খুলনা এবং ঢাকা থেকে ৯ ব্যক্তি গ্রেফতার

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আটজনকে নির্যাতন করে হত্যাসহ একাধিকমামলায় খুলনার এবং ঢাকা থেকে ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের মধ্যে সাতজনকে খুলনা থেকে ও দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেনে গ্রেফতারকৃত আসামিরা ১৯৭১ সালের ১৮ মে খুলনার খর্ণিয়া গ্রাম থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের থাকা আনু মোল্লা, মজিদ বিশ্বাসসহ ৯ জনকে ধরে নির্যাতন করে রানাই এলাকার বকুল তলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাদেরকে গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। সেখান থেকে জীবন নিয়ে একজন পালিয়ে আসতে সক্ষম হন। ওই ঘটনায় খর্নিয়া গ্রামের লিয়াকতআলী গাজী বাদী হয়ে চলতি বছরের ১লা জানুয়ারি ডুমুরিয়া থানায় ১১জনকে আসামী করে মামলা দায়ের করেন।মামলার তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট