একের পর এক বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয় রথের সামনে নিজেদের শোচনীয় পরাজয় দেখে বিরোধীরা বুঝতে পারছেন, জোট গড়ে বিজেপি-র মোকাবিলার চেষ্টা ছাড়া উপায় নেই। উত্তরপ্রদেশে শত্রুভাবাপন্ন বিরোধী দলগুলিও এখন এক সঙ্গে কাজ করবার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করে এলেন, তারও লক্ষ্য এক, এমনই রাজনৈতিক মহলের ধারণা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সম্ভাব্য বিরোধী ঐক্যের প্রথম পরীক্ষা তিন মাসের মধ্যে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তাতে নিজেরা অভিন্ন প্রার্থী দিতে কতটা সক্ষম হবেন বিরোধীরা, তার ওপর।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট