মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-র নির্দেশে ডাক্তারদের ওষুধের ব্ল্যান্ড নামের বদলে লিখতে হবে জেনেরিক নাম

ওষুধের দাম কমানোর লক্ষ্যে, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-র নির্দেশ, ডাক্তাররা ওষুধের ব্ল্যান্ড নামের বদলে এখন থেকে লিখবেন কেবল জেনেরিক নাম। তাহলে আর ওষুধ সংস্থারা উপহার ও বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে নিজেদের ওষুদের নাম প্রেসক্রিপশনে লিখতে ডাক্তারদের প্রভাবিত করতে পারবে না। ডাক্তারেরা বলছেন, রোগীর পক্ষে কেবল জেনেরিক নাম দেখে ওষুধ বাছা অসম্ভব। কোন কোম্পানির জেনেরিক ওষুধ বিক্রি হবে, তা স্থির করবেন ওষুধ বিক্রেতারা। এখন তাঁদেরই প্রলুব্ধ করবে ওষুধ কোম্পানীরা। কাজেই ওষুধের দাম কমাতে বাস্তবসম্মত অন্য কোনও উপায় ভাবা দরকার। রোগীরা ওষুধের চড়া দামের ভারে বিপর্যস্ত। তাঁরা জানেন না কোন পথে কমবে ওষুধের দাম।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট