পশ্চিমবঙ্গে শ্রমজীবী নারী এবং ক্ষেতমজুর নারীদের নিয়ে কাজ করছেন অনুরাধা তলোয়ার, সে আজ বেশ কিছুদিন যাবতই। সমাজকর্মী অনুরাধা তলোয়ার নারীপাচার সমস্যা নিয়ে আমাদের সঙ্গে এক আলোচনায় অংশ নেন। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।
Your browser doesn’t support HTML5
সমাজকর্মী অনুরাধা তলোয়ারের সঙ্গে নারীপাচার সমস্যা নিয়ে কথা বলেন সরকার কবীরুদ্দীন