কাশ্মীরি ছাত্রদের ওপর ভারতে নানা রাজ্যে হামলা

কাশ্মীরি মানেই জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদী, এমন ভ্রান্ত ধারণার বশে ভারতে নানা রাজ্যে কাশ্মীরি ছাত্রদের ভয় দেখানো হচ্ছে, কোথাও-বা মারধর। উদ্বিগ্ন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তো বটেই, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-ও। কাশ্মিরি ছাত্রেরা যেন ভিন রাজ্যে নিরাপদে থাকে, তা নিশ্চিত করতে অনুরোধ করা হচ্ছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। কাশ্মীরের পরিস্থিতি দীর্ঘ দিন ধরে অশান্ত বলে গোটা দেশে এই সন্দেহের বিষ ডালপালা মেলছে যে কাশ্মীরি মানেই জঙ্গী। যে নিরীহ কাশ্মীরি ছাত্র নিজের রাজ্যের অশান্তি এড়াতে অন্য রাজ্যে নিরাপদে পড়াশোনা করতে এসেছে, সে-ও মিথ্যা সন্দেহের শিকার। আতঙ্কিত হয়ে কেউ কেউ সেই কাশ্মীরেই ফিরে যাচ্ছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট