রানা প্লাজার ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো সোমবার ২৪ এপ্রিল

রানা প্লাজার ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো সোমবার ২৪ এপ্রিল। ২০১৩ সালের এই দিনে ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১শ ৩৬ জন-যারা প্রায় সবাই গার্মেন্টস কর্মী। আর আহত হন আড়াই হাজারের অনেক বেশি- যারা অনেকেই পঙ্গু হয়ে গেছেন। এই দুর্ঘটনায় নিহত ২৯১ জনকে সমাহিত করা হয়েছিল-যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিভিন্ন গবেষণা বলছে, রানা প্লাজা ধসে যারা বেচে আছেন তাদের ৪২ শতাংশ নতুন করে আর চাকরির সংস্থান করতে পারেননি, তারা এখন বেকার। গবেষণায় দেখা গেছে, বেচে যাওয়াদের মধ্যে ৩১ শতাংশ এখনো মানসিকভাবে আঘাতপ্রাপ্ত, বিপর্যস্ত।
৪ বছরে তৈরি পোশাক খাতের অনেক পরিবর্তন হলেও সঠিকভাবে ক্ষতিপূরণ নিশ্চিত এবং ওই ঘটনার মামলার আদৌ অগ্রগতি হয়নি। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকাকে বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ।৪ বছর পরে এসেও সঠিকভাবে ক্ষতিপূরণ না দেয়া এবং মামলার অগ্রগতি না হওয়ায় তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট