দেশের বিভিন্ন হাওড় এবং বিল অঞ্চলে গত কয়েক সপ্তাহের প্লাবনে এ পর্যন্ত সাড়ে আট লক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।শুক্রবার ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহসিন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন প্লাবিত হাওড় এবং বিল এলাকায় ২ লাখ ২০ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে।
তিনি জানান এ পর্যন্ত সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৭১ কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।এদিকে, প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সেখানকার ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ খেতের একমাত্র ফসল হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুসচিন্তাগ্রস্থ। এছাড়া, মাছের মড়কের কারণে সেখানকার মানুষের বাচার শেষ অবলম্বন হারিয়ে এখন তারা দিশেহারা।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট