তিন তালাক নিয়ে মুসলিম সম্প্রদায়কে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আজ নতূনদিল্লীর বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে তিন তালাক নিয়ে মুসলিম সম্প্রদায়কে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম সমাজে যাঁরা সংস্কার করছেন, তাঁদের তিনি ডাক দিলেন নিজেদের মেয়েদের দুঃখ ঘোচাতে এগিয়ে আসার জন্য।অনুষ্ঠানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমি মনে করি, মুসলিম সমাজের ভিতর থেকে নামী লোকেরা এগিয়ে আসুন, মুসলিম মেয়েদের সঙ্গে যা ঘটে চলেছে, তার বিরুদ্ধে লড়াই করুন। তিন তালাকের কুপ্রভাব থেকে ওদের বাঁচানোর রাস্তা বের করুন। মুসলিম সমাজের নেতৃত্বদের আরও বলতে চাই, তিন তালাকের বিষয়টিকে রাজনীতির দখলে যেতে দেবেন না। রাজনীতির মানসিকতা দিয়ে বিষয়টি দেখা ঠিক নয়।

ভাষণে প্রধানমন্ত্রী তাঁর সরকারের সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রের ফের উল্লেখ করে বলেন, সরকার প্রত্যেকের জন্য চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করতে সব কিছু করছে। কোনওরকম বৈষম্য না করে সবার উন্নতির চেষ্টা চলছে। সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও বলেন, পরাধীনতা- দাসত্ব -দারিদ্রতাই শেষ নয় ভারতের ইতিহাস। ভারতই গোটা দুনিয়াকে সুশাসন, অহিংসা, সত্যাগ্রহের শিক্ষা দিয়েছে। আমাদের মাটি বিরাট সব মানুষের আশীর্বাদে পুন্য হয়েছে, যাঁরা সমাজটাকে বদলে দিয়েছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট