প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজানের ঢল এবং প্রবল বর্ষণে তলিয়ে যাওয়া হাওরাঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। রোববার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওর অঞ্চলের শাল্লা এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় আগামী মৌসুমে ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য সার, বীজ দেয়াসহ প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী কৃষি ঋণ আদায় আপাতত বন্ধ রাখা, খোলা বাজারে স্বল্পমূল্যে চাল বিক্রি এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি হাওর অঞ্চলের বাধ নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন।
এদিকে, বিরোধী দল বিএনপি বলেছে, সরকারী উদ্যোগে ত্রাণ বিতরণে দলীয় বিবেচনা কাজ করছে; সব ক্ষতিগ্রস্তই ত্রাণ পাচ্ছেন না।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট