পশ্চিমবঙ্গের সীমান্তের ওপারের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ না হলে বিপদ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় এক সাক্ষাতকারে বলেছেন, সীমান্তের ওপারের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ না হলে এ রাজ্যের সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক চেহারা বদলে যাবার সম্ভাবনা থাকবে। এ ব্যাপারে অসম রাজ্যের উদাহরণ দেখিয়ে তিনি বলেন, ওখানেও বছরের পর বছর অবারিত অনুপ্রবেশ চলতে থাকায় এই বদল ঘটে নানান সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশ অনুপ্রবেশের কথা অস্বীকার করলেও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ও হিন্দু-মুসলিম অনুপাতের পরিবর্তন লক্ষ্যণীয়। বিজেপি নেতারা বলেন, এ রাজ্যে তাঁরা ক্ষমতায় এলে সীমান্ত একেবারে সিল করে দেওয়া হবে যাতে অনুপ্রবেশ পুরো বন্ধ হয়।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট