বাংলাদেশে কোনও আইন সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করতে সুপ্রিম কোর্ট পিছপা হবে না

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন জনগণের অধিকার ক্ষুণ্ণ করে সংবিধানের এমন কোনও বিধান বা অন্য কোনও আইন সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করতে সুপ্রিম কোর্ট পিছপা হবে না।


রোববার ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য ঐকমত হলেই সংবিধান সংশোধন করতে পারেন এবং শুধু দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যই নয়, পুরো সংসদ মিলে যদি সংবিধানকে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে তা রেখে দিতে পারে।


এদিকে, মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল ওই আদালতে বিচারাধীন কোন অভিযুক্তকে 'রাজাকার' বলে কেউ সম্বোধন করতে পারবেননা বলে নির্দেশ দিয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট