ভারতে বিদেশি চ্যানেলের বেআইনি সম্প্রচার বন্ধ করতে নির্দেশ

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তি তে জানা যাচ্ছে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের চ্যানেল তো আছেই,সেই সাথে সৌদি আরব ও পাকিস্তানের পঞ্চাশ টিরও বেশি টিভি চ্যানেলও দেখানো হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরে। এজন্য কোনও অনুমতিই নেওয়া হয়নি ভারত সরকারের তরফে কিন্তু খবরে প্রকাশ লাগাতার ভারত-বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে চ্যানেলগুলি। এমনই খবর পেয়ে সজাগ হয়েছে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে কথাও বলেছেন জম্মু কাশ্মীরের মুখ্য সচিবের সঙ্গে। অবিলম্বে ওইসব বিদেশি চ্যানেলের বেআইনি সম্প্রচার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশ মানা হল কিনা, যত দ্রুত সম্ভব, তার রিপোর্টও চেয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট