উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরে কুলগামে পুলিশের গুলিতে নিহত এক কুখ্যাত লস্কর জঙ্গি

উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরে কুলগামে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই। নিহত এক কুখ্যাত লস্কর জঙ্গি। মৃত লস্কর জঙ্গির নাম ফৈয়জ আহমেদ আশওয়ার ওরফে সেঠা। মৃত্যু এক পুলিশ কর্মীরও। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ৩ জন স্থানীয় বাসিন্দারও।প্রত্যক্ষদর্শীদের দাবি, মীরবাজার এলাকায় পুলিশের কনভয়ের উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলি চালানোর আগেই কনস্টেবল মেহমুদ আহমেদ শেখ জীবনের পরোয়া না করেই একজন জঙ্গির থেকে পিস্তল কেড়ে নেন। বাকি পুলিশ কর্মীরা জঙ্গিদের উপর গুলি চালায়। দুহাজার পনেরো সালের আগস্টে উধমপুর বিএসএফের কনভয়ের উপর হামলার ঘটনায় - জঙ্গি ফৈয়জ আহমেদ জড়িত ছিলেন বলে দাবি পুলিশের। ঘটনার পর থেকেই ফেরার ছিল ফৈয়জ। তাঁর মাথার দাম দু’লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। উধমপুর নাশকতায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র দেওয়া চার্জশিটে তাঁর নাম ছিল।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট