ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ফরাসি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

কড়া নিরাপত্তার মধ্যে ফরাসি জনগণ একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দিচ্ছেন। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৫০ হাজার পুলিশ আর ৭ হাজার সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে।

১৯৫৮ সালের পর এই প্রথম বারের মতো মুল ধারার কোন প্রার্থী ছাড়াই নির্বাচন হচ্ছে। সাবেক ব্যাংকার ৩৯ বছর বয়স্ক ইমানুয়েল ম্যাক্রন ও চরম দক্ষিণপন্থি মারিন লা পেন ‘এ্যালিসে প্যালেস’ দখলের জন্য লড়ছেন। নির্বাচনে চার কোটি ৭০ লাখ ভোটার। এর মধ্যে ১৩ লাখ বিদেশে অবস্থান করছেন।

দিনের মধ্যভাগের হিসাব অনুযায়ি ২৮ দশমিক ২৩ ভাগ ভোটার ভোট দিয়েছেন। যা আগের যে কোন নির্বাচনের তুলনায় কম। ধারণা করা হচ্ছে অনেকেই ভোটদান থেকে বিরত রয়েছেন। কয়েকটি বামপন্থি সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় ম্যাক্রন শিবিরে অস্বস্থি বেড়েছে। যদিও সর্বশেষ জরিপে ইমানুয়েল ম্যাক্রন এগিয়ে রয়েছেন। তবে হ্যাকিং এর খবর প্রচারের পর কিছুটা ছন্দপতন ঘটেছে।

Your browser doesn’t support HTML5

লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট