কাশ্মীর সমস্যার সমাধানে একটা সম্মিলিত অভিন্ন মতামত তৈরির লক্ষ্যে দুই প্রবীণ রাজনৈতিক নেতার যৌথ উদ্যোগ

দুই প্রবীণ রাজনৈতিক নেতা - প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা যশোবন্ত সিনহা ও জনতা দল (ইউনাইটেড) দলের নেতা শরদ যাদব যৌথ উদ্যোগ নিয়েছেন, কাশ্মির সমস্যার সমাধানে একটা সম্মিলিত অভিন্ন মতামত তৈরির লক্ষ্যে। দিল্লিতে এ মাসের মধ্যেই একটি কনক্লেভ ডাকা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা, কাশ্মিরি নেতা, প্রাক্তন সরকারি অফিসার, গোয়েন্দা কর্তা ইত্যাদিদের নিয়ে। কাশ্মির সম্বন্ধে এঁদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও মতামত এই কনক্লেভে প্রতিফলিত হবে। কাশ্মিরে হিংসার চক্র বন্ধ করতে নরেন্দ্র মোদি সরকার এখন শক্তি প্রয়োগের পথেই হাঁটতে চলেছে বলে ইঙ্গিত। কনক্লেভ বিকল্প পথ দেখাবে?

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট