অর্থনৈতিক উন্নয়নে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশ  সবচেয়ে এগিয়ে

অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে আছে। সোমবার ঢাকায় প্রকাশিত জাতিসংঘের এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থ-সামাজিক কমিশন (এসকেপ) এর প্রতিবেদনে এমন তিথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির প্রকাশনার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি.ওয়াটকিন তার বক্তব্য বলেন গত এক দশকে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে চলতি বছরে প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপর হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট