ভারতে মণিপুরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল আজ এক সেনা জওয়ানের

দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল আজ এক সেনা জওয়ানের। আহত হন এক সেনা অফিসার সহ তিন জন। আজ ভারতীয় সময় ভোর পাঁচ টা কুড়ি মিনিটে একশো দু নম্বর জাতীয় সড়কে সেনা কনভয়ের ওপর হামলা চালায় জঙ্গিরা। গুরুতর জখম হন চার জন। পরে হাসপাতালে নিয়ে গেলে এক জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত হন এক জুনিয়র কমিশনড অফিসার-সহ তিন জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ানমার সীমান্তের কাছেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। একশো পঁয়ষট্টি নম্বর টেরিটোরিয়াল আর্মির জওয়ানরা যখন ওই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, তখনই রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আহত চার জওয়ানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুই জওয়ানের অবস্থা স্থিতিশীল।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট