জম্মু ও কাশ্মীরে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান

উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ফের বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ইতিমধ্যেই খবরে প্রকাশ পাক বাহিনীর গোলায় মৃত্যু এক শিশু-সহ দু জনের। আহত এক মহিলা। আজ ভারতীয় সময় সকাল সোয়া সাতটা থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনীর চৌকি ও জনবসতি এলাকা লক্ষ্য গুলি ও মর্টার ছুড়তে শুরু করে পাক সেনারা। এর মধ্যে ঝাঙ্গর সেক্টরের একটি বাড়িতে পড়ে পাক মর্টার। মৃত্যু হয় গৃহকর্তা ও একটি শিশুর। আহত হন শিশুটির মা। পাকিস্তানী সেনার গোলাবর্ষণের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা জওয়ানরাও। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গুলির লড়াই। গত তিনদিনে এ নিয়ে তিনবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এই নৌসেরা সেক্টরেই দুদিন আগে পাক বাহিনীর গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছিল। চলতি বছর এই সেক্টরেই সবচেয়ে বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। চলতি বছর এখনও পর্যন্ত সত্তর বার যুদ্ধবিরতি ভেঙ্গেছে পাকিস্তান।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট