ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের প্রথম দফা বৈঠকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতামূলক চুক্তি টিকফা’র আওতায় ওই বৈঠকটি হচ্ছে ঢাকায়। আগামী বুধবার অনুষ্ঠেয় এ বৈঠকে নেতৃত্ব দিতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিন্সকট। ৬ সদস্যের প্রতিনিধি দলে স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী শ্যন বি স্টেইনও থাকছেন। বৈঠকে ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব শুভাশীষ বসু বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকটির নানা দিক নিয়ে এরই মধ্যে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, টিকফার বৈঠকটি হবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নবগঠিত মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সঙ্গত কারণেই এতে দুই দেশের মধ্যে বিস্তৃত পরিসরে আলোচনার সুযোগ রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআইয়ের বিষয়টি গুরুত্ব পাবে। টু ওয়ে ট্রেড নিয়েও আলোচনা হবে। ঢাকার তরফে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের দাবির পক্ষে যুক্তি তুলে ধরা হবে। জিএসপি সুবিধা পুনর্বহালে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হবে। ২০১৩ সালের নভেম্বরে টিকফা চুক্তি সই হয়।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট