ভারতের উত্তর প্রদেশে ২০০ হিন্দু দলিত সম্প্রদায়ভুক্ত পরিবার হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হল

উত্তর প্রদেশ রাজ্য বরাবরই হিন্দু-মুসলমান সংঘর্ষ নিয়ে উত্তপ্ত থাকে। সম্প্রতি রাজ্যের সাহারানপুর জেলায় ২০০ হিন্দু দলিত সম্প্রদায়ভুক্ত পরিবার হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হল। তাদের অভিযোগ, ঠাকুর সম্প্রদায় ভুক্ত যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হবার পর থেকে দলিতদের ওপর ঠাকুরদের অত্যাচার বেড়েই চলেছে। তাই ধর্মান্তরিত হয়ে তাঁরা সংগঠিত হতে চান। রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান কে এল গুপ্তা বলেন, কয়েকটি উগ্র হিন্দু গোষ্ঠী যে দলিতদের ওপর অত্যাচার করছে, তাতে সন্দেহ নেই। আবার ২০০৮ সালে স্থাপিত `ভীম আর্মি`-র ছত্রছায়ায় দলিতরাও সংগঠিত হয়ে মাওবাদী গোষ্ঠীগুলির মত উগ্রপন্থার আশ্রয় নিচ্ছে বলে পুলিশের অভিমত। সব মিলিয়ে ধর্মীয় উত্তেজনা বেড়েই চলেছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট