প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকের চেষ্টা

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকের চেষ্টা এখনও অব্যাহত রেখেছে বাংলাদেশ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি। আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনের সাইড লাইনে কোন বৈঠকের আয়োজন করা যায় কি-না সেই লক্ষ্যেই কূটনৈতিক তৎপরতা চলছে। আগামীকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে এক দিনের এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন।
ওদিকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ অল্প আগে এই সংবাদদাতাকে বলেন, ভেন্যুতে দেখা হবে। আলাদা বৈঠক হবে কি-না তা বলতে পারছি না।
২৪টি মুসলিম দেশের কমপক্ষে ৫০ জন নেতা ওই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যপী সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উত্থান চেষ্টা প্রতিহত করার একটি কার্যকর পদক্ষেপ নেয়া।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট