নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে র‌্যাব অভিযান সমাপ্ত ঘোষণা

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে কিছুই পাওয়া যায়নি। তবে বাড়িটিতে তালা মেরে র‌্যাব অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। এর আগে বাড়ির ভেতরে থাকা ৫ যুবক আত্মসমর্পণ করেন। তাদের পরিবারের দাবি, এরা কেউই জঙ্গি নয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের পর জানা যাবে এরা জঙ্গি কিনা? শনিবার বিকেলে নরসিংদী শহরের বাইরে গাবতলী এলাকায় একটি দোতলা বাড়ি ঘেরাও করে রাখে র‌্যাব।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট