বাংলাদেশ সকল প্রকার চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সকল প্রকার চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু তাই নয়, যে কোন ধরনের একক বা সম্মিলিত সন্ত্রাস ও উৎসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে সরবরাহ করা এক লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও চরমপন্থা বিশ্ব শান্তির জন্য কেবল হুমকিই নয়, এটি উন্নয়ন ও মানব সভ্যতার জন্যও হুমকি। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ মোকাবিলা নিশ্চিত করতে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থায়নের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। বলেন, ইসলাম কখনো সহিংসতা বা হত্যাকা- সমর্থন করে না। বিশ্বব্যাপী শরণার্থী সংকটের কারণে সন্ত্রাস ও সহিংসতা বেড়ে যেতে পারে বলে প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও বঞ্চনা নতুন প্রজন্মের মনে অন্যায় অবিচারের প্রতি ঘৃণার মনোভাবের সৃষ্টি হয়। তাই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট