গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোড়া আঘাত হানায় বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া আরও ২৪ জন জেলেকে বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। নৌবাহিনী এবং কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগর থেকে যে ৩৩ জন বাংলাদেশী জেলেকে বুধবার উদ্ধার করেছিল, শুক্রবার তাদের চট্টগ্রামে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, কক্সবাজার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সম্পাদক মোস্তাক আহমদ শুক্রবার সন্ধ্যায় ভয়েস অব আমেরিকাকে টেলিফোনে জানান, ৭০ জনের বেশি জেলে এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা জানান, এখনো ৭৭ জন জেলে নিখোজ আছেন।
বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ বুধবার এবং বৃহস্পতিবার ৬৩টি বাংলাদেশী জেলেকে উদ্ধার করেছিল।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট