ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন আইসিস ভারতে দাঁত ফোটাতে পারেনি

গোটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও আইসিস ভারতে দাঁত ফোটাতে পারেনি। এমনি এই দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘আমি যতদূর জানি, মুসলিম জনসংখ্যার ভিত্তিতে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু পুরো দায়িত্ব নিয়ে বলতে পারি, এদেশে এত সংখ্যক মুসলিম থাকলেও আইসিস দাঁত ফোটাতে পারিনি। সারা দেশে নিরাপত্তা প্রদানের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। আর সেই কাজটা যথাযথভাবে করে যেতে হবে আমাদের।’তবে কাশ্মীর সমস্যার সমাধানে যে কিছুটা সময় লাগবে তা মেনেও নিয়েছেন তিনি। রাজনাথ সিং বলেন, ঊন্নিশো চুয়াত্তর সাল থেকে এই সমস্যা চলছে। একদিনে তার সমাধান হবে না। কিছুটা সময় দিতেই হবে। আমাদের লক্ষ্য সেই সমাধান যেন স্থায়ী হয়। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।’ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স এনডিএ সরকারের তিনবছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্যগুলি করেছেন দেশের কেন্দ্রীয় রাজনাথ সিং। একইসঙ্গে তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনী কড়া অবস্থান নেওয়ায় বোড়ো জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। ফলে উত্তর-পূর্ব ভারতে নাশকতার ঘটনা কমে গিয়েছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট